ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এগিয়ে থেকেও বাংলাদেশের হার
Published : Monday, 23 May, 2022 at 7:01 PM
এগিয়ে থেকেও বাংলাদেশের হারহিরো এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়েছিল দক্ষিণ কোরিয়া।

বড় হারের এই ম্যাচে দুর্দান্ত সূচনা হয়েছিল বাংলাদেশের। ষষ্ঠ মিনিটে অধিনায়ক খোরশেদের করা পেনাল্টি কর্নার থেকে গোল লিড এনে দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।

তবে ১৩ মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার পর একটু একটু করে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ২টি করে এবং শেষ কোয়ার্টারে আরও একটি গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে। এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার সেমি-ফাইনালে চীনের কাছে ৩-৩ ড্রর পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।