Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM, Update: 08.06.2022 1:28:37 AM
ইসমাইল নয়ন।।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অব্যাহত রেখেছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চান্দলা, বড়ধুশিয়া, মহালক্ষীপাড়া, ধান্যদৌল ও ব্রাহ্মণপাড়া সদর এলাকার বিভিন্ন স্থানে
শীর্ষ ১১ টি বকেয়াধারীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার বকেয়ার পরিমাণ প্রায় ১,৮৯,৩৭৬ টাকা। মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও এসি ল্যান্ড মোঃ কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুৎ ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরীর, এজিএম মোঃ আজহারুল ইসলাম আবির, ডাইরেক্টর (ব্রাহ্মণপাড়া) সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু,
এইসি মোঃ শফিকুল ইসলামসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।