Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM, Update: 08.06.2022 1:28:41 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পাশাপাশি থাকা পাঁচ দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার (৭ মে) ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থাকা দোকানগুলোতে এ ঘটনা ঘটে। এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আগুনে ডায়াগনস্টিক সেন্টারসহ মোঃ শাহিন এর তিনটি দোকান, জহিরুলের একটি ও আবদুল জলিলের একটি দোকান পুড়ে যায়।খবর পেয়ে বুড়িচং ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যপারে বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস টিমের ফায়ার ফাইটার আবু তালিব জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক দোকান পুরোপুরি পুড়ে গেছে। অন্য দোকানিরা পণ্য সরিয়ে নিতে পেরেছে। আবেদন করলে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।