ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমপি বাহারের বিরুদ্ধে সাক্কুর অভিযোগ অবান্তর -রিফাত
Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM, Update: 08.06.2022 1:29:58 AM
এমপি বাহারের বিরুদ্ধে সাক্কুর অভিযোগ অবান্তর -রিফাতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত গতকাল নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা, উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি নির্বাচনী নানান প্রতিশ্রুতি নিয়ে বক্তব্য রাখেন। এর আগে সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় আরফানুল হক রিফাত জানান, এমপি বাহারের বিরুদ্ধে সাক্কুর অভিযোগ অবান্তর। নির্বাচনী এলাকায় স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এপ্রসঙ্গে আরফানুল হক রিফাত বলেন, স্থানীয় সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসেবে নেতা-কর্মীদের নিয়ে মিটিং করেছেন। কর্মীদের প্রচার প্রচারণা সম্পর্কে বলেন- আমার জন্য দলের কর্মীরা অবশ্যই মাঠে নামতে পারবেন, মিছিল তো করছে না। কর্মীরা লিফলেটগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এমন তো না মিছিল বের করে নির্বাচন কমিশনের যে আইনগুলো আছে সেগুলো মানছে না ।
এমপি সাহেব মহানগর আওয়ামীলীগের সভাপতি, তিনি আওয়ামীলীগ কর্মীদের সাথে মিটিং করতেই পারেন এতে অন্যায়ের কিছু দেখছিনা।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস ১৫ই জুন সন্ধ্যায় নির্বাচনী ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমরা বিজয়ের মিছিল নিয়ে কুমিল্লার মানুষকে অভিনন্দন জানাবো নৌকাকে ভোট দেওয়ার জন্য।