Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM, Update: 08.06.2022 1:30:03 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য
সাবেক মেয়র মনিরুল হক সাক্কু মঙ্গলবার সকালে কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণ
থেকে প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। দুপুরে তিনি নগরীর ৬ নং ওয়ার্ডের শাপলা
চত্ত্বর এবং বিকালে ৫ নং ওয়ার্ডের ঋষিপট্টি এলাকায় গণসংযোগ এবং উজির দীঘির
পাড়ে উঠান বৈঠক করেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লার আদালত চত্বরে
প্রচারণা করেন মনিরুল হক সাক্কুু। এ সময় সাংবাদিকরা নৌকার প্রার্থী
আরফানুল হক রিফাতের অভিযোগ তার সামনে আনেন। জবাবে মনিরুল হক সাক্কু বলেন,
‘আপনার বৈধ টাকা থাকলে আপনি চান্দের (চাঁদের) দেশে বাড়ি বানাতে পারেন। এতে
কার কী আসে যায়। তিনি বলেন, আমি কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইনি। আমার
ইচ্ছাও নাই দেশের বাইরে থাকার।’
নগরীর কান্দিরপাড়ে রূপায়ন টাওয়ারের
নকশা অনুমোদনে ৮০ লাখ টাকা ঘুষ নিয়েছেনÑ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন
অভিযোগ প্রসঙ্গে সাক্কু বলেন, ‘এসব ভুল কথা। আমি শুনছি নৌকা প্রতীক আনতে ৬০
কোটি টাকা ঘুষ দিছে। আমি তো এই কথা বিশ্বাস করি না। দল যারে ভালো মনে করছে
তারে নমিনেশন দিছে।’
নির্বাচনি মাঠ কেমন, কেন্দ্র নিয়ে কোনো সমস্যা
আছে কি নাÑ এমন প্রশ্নে সাক্কু বলেন, ‘১০৫টি কেন্দ্রের মধ্যে ৬৫টি
ঝুঁকিপূর্ণ। আমি বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি।’