আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে নিউ মার্কেট স্বাধীনতা চত্তর প্রদক্ষিণ কেন্দ্রীয় মসজিদ মার্কেট হয়ে পুনরায় নিউ মার্কেটে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থ সারথি দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লাউত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামীলীগ নেতা মো. লুৎফর রহমান বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বাবু কালিপদ মুজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন. কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুন রশিদ, বরকামতা ইউপি চেয়ারম্যান মো নুরুল ইসলাম, সুবিল ইউপি চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার মুকুল ভ্ূঁইয়া, রসুলপুর ইউপি চেয়াম্যান মো. শাহজাহান সরকার, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ আলম, গুনাইঘর উত্তর ইউপি চেয়াম্যান মো. মোকবল হোসেন মুকুল প্রমুখ।
প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশে আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন সব বাধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের এ ষড়যন্ত্র কখনই সফল হতে দেবো না। তিনি বিএনপি ও জামায়াত নেতাদের হুশিয়ার করে বলেন, জননেত্রীকে নিয়ে যদি আর কোন উগ্র মন্তব্য করা হয় তাহলে আপনারা কেউ ঘরে ঘুমাতে পারবেন না। আওয়ামীলীগ একটি আদর্শিক সংগঠন, তারা হুমকি ধামকির রাজনীতি করে না, আপনারা এ দল থেকে শিক্ষা নেন, কিভাবে সহনশীল রাজনীতি করতে হয়।
শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগকে কি ভয় দেখাচ্ছেন, আাওয়ামীলীগ এর চেয়ে বেশি ভয়াবহ অবস্থা পার করে এসেছে। দলের জন্য কোন ত্যাগ দিতে দেবিদ্বারের হাজার হাজার নেতা কর্মী প্রস্তুত রয়েছে। আর কোন অপচেষ্টা করা হলে সমুচিত জবাব দিতে দলীয় নেতাকর্মীদের দিক নিদের্শনা প্রদান করেন তিনি।