ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর বড়স্টেশন রকেটঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
মানিক দাস
Published : Wednesday, 8 June, 2022 at 8:40 PM
চাঁদপুর বড়স্টেশন রকেটঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডচাঁদপুর শহরের বড়স্টেশন  রকেট ঘাট সংলগ্ন এলাকায় পরিত্যাক্ত গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ জুন বুধবার সকালে রেলওয়ের ঐ পরিত্যক্ত অবৈধ ককসিটের গোডাউনে এ আগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্হলে এসে তাদের  প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।  এতে অল্পের জন্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় পায় স্থানীয় ব্যবসায়ীরা।

স্হানীয় ব্যবসায়ীরা জানান,রকেট ঘাটের পাশে রেলের পরিত্যক্ত এ বড়  ঘরটি গোডাউন হিসাবে অবৈধভাবে ইলিশ মাছ সরবরাহের ককসিট রেখে ব্যবসা করত স্থানীয় আলি হোসেন গাজী নামে এক ব্যক্তি। তাদের ধারণা গোডাউনে মাদকসেবীদের গাঁজার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

স্থানীয়দের দাবি,তারা আগুন নিয়ন্ত্রণে আনায় এ গোডাউনের পাশেই সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের বড় একটি দোকান রক্ষা পেয়েছে। এ ছাড়াও ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেলস্টেশন,স্টিমার ঘাট ও মাছ ঘাট।

নাম প্রকাশে অনিশ্ছুক ব্যাক্তি বলেন ,‘আলী হোসেন গাজি রেলের পরিত্যক্ত ঘর দখল করে অবৈধভাবে ককসিট রেখে ব্যবসা করছেন। তার জন্যে এখানে আরো ৩ বার আগুন লেগেছিল।
চাঁদপুর বড়স্টেশন রকেটঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবত বলেন,‘ রেলের পরিত্যক্ত ঘরে ককসিট রেখে ব্যাবসা করতে আমরা তাকে বহুবার বারণ করেছি। তার এই ককসেটি থেকে এর আগেও আগ্নিকান্ড ঘটেছে।

চাঁদপুর রেলস্টেশন মাস্টার শোহেবুল শিকদার বলেন,‘’আমাদের ওই পরিত্যক্ত ঘরে কেউ থাকেন না। তবে সেখানে মাছ ঘাটের ব্যবসায়ীরা ইলিশ ও অন্যান্য মাছ সংরক্ষণে ব্যবহৃত ককসিট রাখতেন। তবে পুড়ে যাওয়া ককসিটগুলো কার বা কীভাবে আগুন লেগেছে তা আমার জানা নেই।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন,‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগেই স্থানীয়রা ডাকাতিয়া নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মাছ ঘাট,স্টিমার ঘাট ও রেলস্টেশন। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।