Published : Thursday, 9 June, 2022 at 12:00 AM, Update: 09.06.2022 1:42:43 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণার আর
মাত্র বাকি আছে ৫ জন। শেষ মুহূর্তে এসে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত
হয়ে পড়েছেন প্রার্থীরা। ছুটছেন নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ আর গানে গানে বেজে উঠার মাইকিংয়ে উৎসবের
নগরীতে রূপ নিয়েছে কুমিল্লা। চলছে ভোটের হিসাব-নিকাশ।
প্রতিদিনের মতো
বুধবারও সকাল থেকেই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। এদিন শুরুতেই
কুমিল্লার আদালত পাড়ায় গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী
নিজাম উদ্দিন কায়সার। তিনি আইনজীবীদের কাছে গিয়ে দোয়া ও ভোট প্রত্যাশা
করেন।
এসময় কায়সার সাংবাদিকদের বলেন, কুমিল্লার মানুষ পরিবর্তন চায়।
এখানে দানবীয় শাসন চলছে। জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়। পরবির্তনের
লক্ষ্যে কুমিল্লাবাসী আমাকে তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।
সকাল ১১
টার দিকে নগরীর ২ নং ওয়ার্ডের মগবাড়ি চৌমুহনীসহ আশপাশের এলাকায় গণসংযোগ
করেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মনিরুল
হক সাক্কু। এসময় তিনি লিফলেট বিতরণসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে
ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
পরে মনিরুল হক সাক্কু সাংবাদিকদের
বলেন, এবারের নির্বাচনে নতুন করে আর কোনো ইশতেহার ঘোষণা করবো না। গত
ইশতেহারের যে সমস্ত কাজ বাকি ছিলো- সেগুলো সম্পন্ন করবো। অতীতে কুমিল্লায়
অনেক উন্নয়ন হয়েছে, সে ধারা অব্যাহত থাকবে।
অপরদিকে বেলা ১২টায়
প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক
রিফাত। প্রচারণার শুরুতেই তিনি নগরীর ২৬ নং ওয়ার্ডের ফুনকা ব্রিকস্ ও এর
আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন,
কুমিল্লা নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আছে। কুমিল্লায় নৌকার
পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ১৫ তারিখ সবাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করবো।
এসময় তিনি নগরীর যানজট ও জলাবদ্ধতা দূর করাসহ বিভিন্ন উন্নয়ের প্রতিশ্রুতির
কথা তুলে ধরেন।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে
ভোটগ্রহণ হবে। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ২৯
হাজার ৯২০জন।