ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গুলশান-লন্ডন বসে থাকলে কুমিল্লার মানুষের দুর্ভোগ বুঝবেন কিভাবে: সূচনা
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM, Update: 11.06.2022 12:47:35 PM
গুলশান-লন্ডন বসে থাকলে কুমিল্লার মানুষের দুর্ভোগ বুঝবেন কিভাবে: সূচনাবশিরুল ইসলাম:
গতকাল কুমিল্লা সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল রিফাতের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
এসময় তিনি বলেন, ভোটের মাঠে মিষ্টি কথা বলে, রসের কথা বলে অনেকে ভোট চুরি করতে আসছে। ভোটের মাঠে মিষ্টি কথা বলে লাভ নেই। তারা কোন যুক্তিতে কথা বলে না। কারণ তারা বিগত দিনে কি উন্নয়ন করেছেন সে হিসাব দিতে পারবে না। তাই তারা আগামী দিনে কি করবে আপনাকে সে প্রতিশ্রুতি কিভাবে দিবে? ভোটের মাঠে যারা মিষ্টি কথা বলে তারা আপনাদের ভোট লুট করতে এসেছে। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট একজন যোগ্য মানুষকে দিতে হবে। ভোট আপনার অধিকার।   
তিনি বলেন, আমি যদি নির্বাচনের পর কুমিল্লায় না থাকি; আমি যদি গুলশান-বনানী-ধানমন্ডি, ইতালি-আমেরিকা-লন্ডন গিয়ে বসে থাকিÑ তাহলে আমি বুঝব কুমিল্লাতে বৃষ্টি হলে কতটুকু পানিতে আমার মা বোনকে থাকতে হয়?  কিভাবে বুঝব আমার বাবা অসুস্থ হলে যানজটের মধ্যে কান্দিরপাড়ে কিভাবে এ্যাম্বুলেন্সটা আটকিয়ে যায়?  হাসপাতাল পর্যন্ত যাইতে পারে না। সেই বাবা এ্যাম্বুলেন্সে মারা যায়। যারা বলে- ‘আমি হয়তো নির্বাচনের পর থাকবো না।’ এটাতো ভয়ংকর শব্দ।
তাহসিন বাহার সূচনা বলেন, করোনার মত ভয়ংকর সময়েও আমরা মাঠে ছিলাম আমি আমার আব্বা । এগুলো কোন মুখের কথা নয়। আপনারা ইন্টারনেট পত্রিকা ঘাটলে দেখতে পাবেন। করণার ভয়াবহ সময়েও মাঠে থেকে কুমিল্লার মানুষকে পাহারা দিয়েছি । কুমিল্লার মানুষের বাড়ি বাড়ি খাবার ও অক্সিজেন পাঠাইছি।
তিনি বলেন, আমি আপনাদের কন্যা। আমি আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকবো। আমার আব্বা আপনাদের খেদমত করছে, আমার রিফাত চাচাও করবে। মানুষের কাজ করাই আমাদের নেশা। মানুষের কাজ করার তৌফিক যেন আল্লাহ তায়ালা শেষ দিন পর্যন্ত রাখে। সবার ভাগ্যে আল্লাহ মানুষের কাজ রাখে না। সবার টাকা আল্লাহ গরিবের ভাগ্যে রাখেনা। মানুষের জন্য করতেও আল্লাহর রহমত লাগে। অতটুকু রহমত আলহামদুলিল্লাহ আমরা পাইছি।