ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযান
কুমিল্লায় ১২১ কেজি গাঁজা জব্দ ৪ মাদক ব্যবসায়ী আটক
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM, Update: 11.06.2022 1:19:17 AM
কুমিল্লায় ১২১ কেজি গাঁজা জব্দ ৪ মাদক ব্যবসায়ী আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযানে ১২১ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার(৯জুন) জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ^রোড এলাকা থেকে ৮৭ কেজি গাঁজা, শুক্রবার(১০ জুন) একই থানার কাপ্তান বাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজা এবং শুক্রবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ^রোড এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার বুড়িচং থানার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে মোঃ ফরহাদ হোসেন(৩২), কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন(২৫), দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম(৩০) এবং কুমিল্লা জেরার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা(২৭)।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।