Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM, Update: 11.06.2022 1:19:04 AM
ইসমাইল নয়ন।।
একজন
রাজনীতিবিদের প্রথম এবং প্রধান কাজ মানব সেবা করা। মানব সেবার মাধ্যমে
রাজনীতিবীদরা তার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে রাজনীতি করতে হবে। গতকাল
ব্রাহ্মণপাড়া উপজেলার মাধপপুর ইউনিয়নের আওয়ামী সেচ্ছাসেবক লীগের পরিচিতি
সভায় এ কথা বলেন কুমিল্লা-৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) এর সংসদ সদস্য
এডভোকেট আবুল হাসেম খান এমপি। এছাড়া তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর সঠিক
নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আসছে আগামী সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবকলীগকে
ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু কুচক্রী মহল উন্নয়নে বাধাগ্রস্থ করার
জন্য চেষ্টা করে যাচ্ছে। সেজন্য জনগনকে সাথে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ
করে আগামীতেও সরকার গঠন করতে হবে।
মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারেক সরকারের সভাপতিত্বে ও উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল
ইসলাম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান
চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী। প্রধান
বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান
মোস্তবা আলী শাহীন। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক
বিল্লাল হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি'র
সহধর্মিণী সেলিমা সোবহান খসরু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মোস্তফা ছারোয়ার খান ও মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন,
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মমিন ফেরদৌস, সাবেক ইউপি
চেয়ারম্যান সুলতান আহাম্মদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট
জাহানারা বেগম শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান উপজেলা
সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাজী মাসুদ সরকার যুবলীগের যুগ্ম আহ্বায়ক সদর
ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান মাসুদ আলী
হায়দার উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, হাবিবুর
রহমান,কবির হোসেন ভূইয়া কাজল সরকারসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের
নের্তৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।