Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM, Update: 11.06.2022 1:19:27 AM
দেশের
সাধারণ মানুষের জীবন পরিচালনা করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য
করেছেন ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ
বীর বিক্রম। তিনি বলেন, ‘মানুষ শান্তিতে নেই। মানুষের ঘরে খাদ্য নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। লুটেরাদের কবলে পড়ে দেশবাসী
অসহায়।’
শুক্রবার (১০ জুন) সকালে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি
অফিসে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের কারামুক্তি উপলক্ষে আয়োজিত
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘দেশের এই
অবস্থায় সরকারি দলের অধিকাংশ সদস্য কানাডায় বাড়ি করছেন। দুবাইতে ব্যবসা
পরিচালনা করছেন। তারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছেন। জনগণের টাকায়
ভোগ বিলাসে জীবন যাপন করছেন।’
তিনি বলেন, ‘যারা দেশের মঙ্গল চায়,
মানুষের শান্তি চায়, স্বৈরাচারমুক্ত দেশ চায়, তারাই এলডিপি করে। যারা সুযোগ
সন্ধানী এলডিপিতে তাদের কোনও জায়গা নেই। কারণ এলডিপি দেশপ্রেমিকদের দল।
কোনও অসৎ ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী এলডিপিতে থাকতে পারে না।’
সংবর্ধিত
নেতা এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি গত ৯ মে চান্দিনায় কাউকে
লক্ষ্য করে গুলি করিনি। যখন আমার ওপর হামলা হয়েছে, তখন আমি আত্মরক্ষার্থে
ফাঁকা গুলি ছুড়েছি। আমার ওপর যারা হামলা করেছে, তাদের ব্যাপারে অভিযোগ
জানাতে থানায় গিয়েছিলাম। পুলিশ তাদের ব্যাপারে কোনও অ্যাকশন না নিয়ে উল্টো
আমাকেই গ্রেফতার করে কারাগারে পাঠায়। আমি জীবনে বহুবার গ্রেফতার হয়েছি।
মাসের পর মাস জেলে খেটেছি। আমি হামলা-মামলা জেল-জুলুম ভয় পাই না। আমি একজন
বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ
নিয়েছি। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত। আমি কোনও
অপশক্তির কাছে মাথা নত করবো না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির
প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ
মোর্শেদ, ড. নেয়ামুল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা
অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।