স্টাফ
রিপোর্টার।। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে
কু-রুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং মন্তব্যকারীদের
সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লা মহানগর জমিয়তের সেক্রেটারী
হাফেজ মাওঃ মাহমুদুল হাসান জিহাদী । শুক্রবার বাদজুমা (১০ জুন) কুমিল্লা
মহানগরীর দিশাবন্দ পশ্চিম পাড়া আবাসন প্রকল্প বায়তুল জান্নাত জামে মসজিদের
সামনে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর জমিয়তের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে
এই দাবি জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক
হাফেজ মুহিব্বুল্লাহ বোরহান, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মু. আমান শাহ দপ্তর
সম্পাদক মাওঃ মাহফুজুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওঃ জাহিদ আল হাবিব,
সদস্য আঃ রহমান, হাফেজ মিজানুর রহমান, হাজি হারুনুর রশীদ,হাজি আবু তাহের
মজুমদার, মোঃ কামাল মিয়া, মোঃ হাসান, মোঃ ফারুক মিয়া, মোঃমুমিন মিয়া,মোঃ
জামাল মিয়া,মোঃ হাবিবুর রহমান, মোঃ শরিফুল ইসলাম,মোঃআবুল হাসেম,মোঃ আল আমিন
প্রমূখ।
"বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত"
ইসমাইল
নয়ন।। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার
ব্রাহ্মণপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে বকেয়া বিদ্যুৎ
বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অব্যাহত রয়েছে। শুক্রবার ছুটির
দিনেও দিনব্যাপী উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়
শীর্ষ
১৫ টি বকেয়াধারীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার বকেয়ার পরিমাণ
প্রায় ১,০৩,৩৭৬ টাকা। দিনব্যাপী অভিযানে অংশগ্রহণ করেন পল্লীবিদ্যুৎ
ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী, এজিএম মোঃ
আজহারুল ইসলাম আবির, ডাইরেক্টর (ব্রাহ্মণপাড়া) সাংবাদিক সৈয়দ আহাম্মদ
লাভলু,
এইসি মোঃ শফিকুল ইসলামসহ পল্লী বিদ্যুৎ শশীদল অভিযোগ কেন্দ্রের
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী এ প্রতিনিধিকে
বলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার
মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।