কুমিল্লা দেবিদ্বারে ১৮ বোতল ফেনসিডিলসহ মো. রবিউল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর আনসার ক্যাম্প সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক দক্ষিণ পাড়ার মো. খোরশেদ আলমের ছেলে। রবিবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধরের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার কিন আবেদের নেতৃত্বে পুলিশের এসআই চন্দন দাসসহ একদল পুলিশ তাকে আটক করে । পরে তাকে জিজ্ঞসাবাদে তার ব্যাগ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ১৮ বোতল ফেনসিডিলসহ রবিউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবেই।