ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনিরুল হক সাক্কুর ইশতেহার ঘোষণা
Published : Monday, 13 June, 2022 at 12:00 AM, Update: 13.06.2022 1:26:05 AM
মনিরুল হক সাক্কুর ইশতেহার ঘোষণানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বলে আসছিলেন এবারের নির্বাচনে নতুন করে আর কোনো ইশতেহার ঘোষণা করবেন না। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রবিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তিনি। বেলা ২টায় নগরীর নানুয়ারদীঘির পাড়ের নিজ বাসভবনে ১৮ দফার ইশতেহার ঘোষণা করেন সাক্কু।
সাক্কুর ১৮ দফা ইশতেহার হচ্ছে-কুমিল্লা নগরের অবকাঠামো উন্নয়ন, সড়কবাতি লাগানো, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, বিনোদন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার, শপিং মল, ক্রীড়া ও খেলার মাঠ, বস্তিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, করোনার সময়ে ত্রাণ কার্যক্রম, নিরাপত্তা বিধান, মাদক সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান, পাঠাগার স্থাপন ও গৃহকর গণশুনানির মাধ্যমে নির্ধারণ।
মনিরুল হক সাক্কু বলেন গত নির্বাচনে যে ২৭ দফার ইশতেহার দিয়েছিলাম তার ৭০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। এবার মেয়র নির্বাচিত হলে আগের ৩০ শতাংশসহ নতুন ইশতেহারের শতভাগ কাজ সম্পন্ন করতে পারবো।