ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলন্ত ট্রেনে যাত্রীর মৃত্যু
Published : Monday, 13 June, 2022 at 7:36 PM
চলন্ত ট্রেনে যাত্রীর মৃত্যুরাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী চলন্ত উত্তরা মেইল ট্রেনের আসনে শুয়ে থাকা অবস্থায় আব্দুর রহমান (৭১) নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যাত্রীর কাছে কোনো টিকিট পাওয়া যায়নি।

আব্দুর রহমান রংপুরের বদগঞ্জ উপজেলার আরজীনা দিলালপুর গ্রামের মৃত হারেজ উদ্দিন ছেলে।

সোমবার (১৩ জুন) বিকেলে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুর রহমান মাজেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১২ জুন) সন্ধ্যায় উত্তরা মেইল নামের চলন্ত ট্রেনের ৫২/২৯ নম্বর বগিতে তিনটি আসন নিয়ে শুয়ে আসছিলেন আব্দুর রহমান। তাকে নাটোরে জীবিত দেখা যায়। সান্তাহারের কাছে ট্রেনটি এলে ডাকতে গেলে তার মৃত্যুর বিষয়টি জানা যায়।

এসআই মাজেদুর রহমান আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপতালের মর্গে পাঠানো হয়। সোমবার বিকেল ৫টায় ছোট ভাই মোকছেদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আব্দুর রহমানের ভাই মোকছেদুর রহমান বলেন, আব্দুর রহমান মসজিদের ইমাম ছিলেন। কয়েক বছর আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বেশ কিছুদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।