আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম, অ্যাঞ্জোলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। মুশফিক-ফার্নান্দোকে পেছনে ফেলে মাস সেরা হয়েছেন ম্যাথিউস।
সোমবার মে মাসের সেরা খেলোয়াড় হিসেবে ম্যাথিউসের নাম ঘোষণা করে আইসিসি।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যেই অ্যাঞ্জোলো ম্যাথিউসই প্রথম আইসিসির মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন।
বাংলাদেশের মাটিতে চট্টগ্রাম ও ঢাকা টেস্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ম্যাথিউস। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৯ ও ১৪৫ রানের দুটি ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি। দুই টেস্টের সিরিজে ৩৪৪ রান করেছিলেন এই লঙ্কান অভিজ্ঞ ব্যাটার।
একই সিরিজে দুর্দান্ত খেলেন মুশফিকও। চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকা টেস্টে ১৭৫* রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন পাঁচ হাজার টেস্ট রানের কীর্তি। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন মুশফিক।
এর আগে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষেই দারুণ পারফর্ম করে মাস সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিক।