ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
Published : Wednesday, 15 June, 2022 at 12:00 AM
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। এবার ক্রেইগ আরভিনদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নিল আফগানিস্তান। আজ হারারেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৫ রানে জয় লাভ করেছে আফগানরা।
আফগানদের দেওয়া মামুলি লক্ষ্যও তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে।
১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রান তুলতে সমর্থ হয়েছে তারা। সর্বোচ্চ ১৫ রান করেছেন রায়ান বার্ল। এছাড়া ওপেনার ওয়েসলি মাধেভেরে ১৪, ইন্নোসেন কাইয়া ১২ ও মারুমানি ১১ রান করেন। আফগানিস্তানের ১৭ বছর বয়সী চায়নাম্যান নুর আহমেদ ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন।
দুটি উইকেট নিয়েছেন শারাফুদ্দিন আশরাফ। রশিদ খান ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। এর আগে, টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তুলে আফগানিস্তান। অধিনায়ক মোহাম্মদ নবী সর্বোচ্চ ৩১ রান করেন। উইকেটরক্ষক আশরাফ জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৪। এছাড়া ওপেনার ইহসানউল্লাহ করেন ২০ রান।