দেড় বছরে দুটি বিশ্বকাপ জিততে চাই : বাবর
Published : Wednesday, 15 June, 2022 at 12:00 AM
ব্যাট
হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টেস্টে
ব্যাটিং র্যাংকিংয়ে চারে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি রয়েছেন
শীর্ষে। পাক অধিনায়ক শীর্ষে দেখতে চান পাকিস্তান দলকেও। আগামী দেড় বছরে
দুটি বিশ্বকাপ জিততে চান তিনি।
এই অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। দুই
বিশ্বকাপই লক্ষ্য বাবর আজমের, ‘সন্দেহ নেই যে, আমি আমার ফর্ম উপভোগ করছি।
কিন্তু এই ফর্ম নিয়ে আমার প্রধান লক্ষ্য আগামী দেড় বছরে দুটি বিশ্বকাপ জেতা
এবং সেটা হলে আমি মনে করব আমার রানগুলো সোনার মতো মূল্যবান। ’
পাক
দলপতি আরো বলেন, ‘যখন আমি স্কুল বালক হিসেবে ক্রিকেট খেলা শুরু করি তখনই
লক্ষ্য ছিল পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। বিশ্বের সেরা
ব্যাটার হওয়ার স্বপ্ন ছিল, যা আমার দলকে সব শিরোপা জেতাতে সহায়তা করবে। ’