ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা
কুসিক নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে: রিটার্নিং কর্মকর্তা
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM, Update: 17.06.2022 1:56:38 AM
কুসিক নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে: রিটার্নিং কর্মকর্তানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রভাবমুক্ত স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। বৃহস্পতিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে নির্বাচন কমিশন স্বচ্ছ এবং নিরপেক্ষ ছিলো। তারপরও কারো যদি কোনো অভিযোগ থাকে কিংবা কেউ যদি এসে ফলাফল জানতে চায়, দেখতে চায়- কেউ বাঁধা দিবে কেন।  
তিনি বরেন, ফল ঘোষণার সময় হট্টগোল-গোলযোগ এবং বৃষ্টির কারণে ফলাফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে। এছজাড়াও মেয়র পদে দুই প্রার্থীর মধ্যে খুব ‘ক্লোজ কনটেস্ট’ হওয়ার কারণে... যখন এক শ’ একটি ভোট কেন্দ্রের ফল আসে- তখন পুরোটা আবার পর্যালোচনা করতেও সময় লেগেছে। এসব নিশ্চিত হবার জন্যও সময় লেগেছে।
ফল ঘোষণার সময় বিরতি নিয়ে ফোনে কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, আমি তখন গোলযোগের কারণে ডিসি-এসপি মহোদয়কে কল দিয়ে কথা বলেছিলাম। আমি তখন সিইসিকেও কল দিয়েছিলাম।
বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০৩১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোটে। মেয়র প্রার্থী বিএনপির অপর বহিস্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯০৯৯ ভোট।
যদিও ফল প্রকাশের পর সাথে সাথেই তা প্রত্যাখ্যান করেন পরাজিত প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি অভিযোগ করেন, আমি ৯৮০ ভোট বেশি পেয়েছি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি আইনী পক্রিয়ায় যাবো।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা:
কুমিল্লা সিটিকর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটানিংঅফিসার। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের অডিটরিয়ামে এ ঘোষণা দেন। এসময় কুমিল্লা সিটিকর্পোরেশনে বেসরকারি ভাবে নির্বাচিত ২৭জন কাউন্সিলার, ৯জন মহিলা কাউন্সিলর ও মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রতিনিধি মহনিগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল। পরে ফলাফলে ঘোষিত নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের প্রতিনিধির কাছে ফলাফলের কপি তুলে দেন রিটানিং অফিসার। এসময় সহকারি রিটানিং অফিসারসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, ১০৫ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। বিদায়ী মেয়র সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।