ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কিছু চিহ্নিত কর্মকর্তা নৌকার বিরোধীতা করেছে: এমপি বাহার
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM, Update: 17.06.2022 1:56:47 AM
কিছু চিহ্নিত কর্মকর্তা নৌকার বিরোধীতা করেছে: এমপি বাহারনিজস্ব প্রতিবেদক: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নৌকার বিরুদ্ধে নির্বাচন করতে এসেছে কিনা? তারা বাংলাদেশ বিরোধী অথবা বড় অঙ্কের টাকা নিয়ে কাজ করেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। পুলিশ কর্মকতার বিরুদ্ধেও অভিযোগ করে এমপি বাহার বলেন, তার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন কিনা তদন্ত হওয়া উচিত। এমপি বাহার বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আপনারা জানেন কিছু দিনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা চান একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন। তিনি চান সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই। এদিকে কুমিল্লা সিটি নির্বাচন শেষ হলো। কুমিল্লা সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশন কোথাও কোথাও কঠোর হয়েছেন। এমনকি তারা আমাকে কুমিল্লা ত্যাগের চিঠিও দিয়েছেন। এক্ষেত্রে তারা একটু কঠোর হয়েছেন। কিন্তু এই চিঠি আমার সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে বলে মনে হয়েছে। তারপরও আমি প্রথম থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কোথাও কোন নির্বাচনি কাজে ছিলাম না। নির্বাচন কমিশনকে বলছি- তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এই সুষ্ঠু নির্বাচন করার জন্য।
তিনি আরো বলেন, নেত্রী এবং আমার জন্য একটি সুষ্ঠু নির্বাচন করার অনুষ্ঠিত করার লক্ষ্যে আমি সকল নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি। তারা আমার কথা রেখেছে। আমি ধৈর্য্য ধরার কারনে কুমিল্লায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু কিছু চিহ্নিত কর্মকর্তা নৌকার বিরোধীতা করেছে। আমারা এসব নিয়ে উর্দ্ধতণদের জানিয়েছি। আমার বিশ^াস মুক্তিযুদ্ধের চেতনার কোন মানুষ বিনা কারনে নৌকা প্রতীকের বিরোধীতা করতে পারে না। কিন্তু অনেক নৌকার কর্মীকে মার খেতে হয়েছে।  
এমপি বাহার গতকাল সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সব নির্বাচিত মেয়র, কাউন্সিলর এবং আওয়ামীলীগ সহযোগি-অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
এসময় সদ্য নির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়বেটিক এসোসিয়েশনের সভাপতি মেহেরুন্নেছা বাহার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্যাহ খোকন, ডা. আবদুল বাকী আনিস, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনাসহ অন্যান্যরা। এসময় দলীয় নির্বাচিত কাউন্সিলর এবং বিজিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে উপস্থিত অতিথিসহ অন্যান্যরা নগর উদ্যানের পাশে ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।