ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বন্যার কারণে এসএসএসি পরীক্ষা স্থগিত
Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছে সব শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি কারিগরি ও দাখিল পরীক্ষা। আগামী ১৯ জুন থেকে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ জুন) একথা জানানো হয়েছে।
কিন্তু দেশের নদ-নদীগুলোর পানি বেড়ে যায় এবং সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে সারাদেশের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হয়ে পড়ে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার পরীক্ষা স্থগিতের এ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
চলতি বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) ও এপ্রিলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। কোভিডের প্রথম বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়নি সরকার। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া হলেও এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়।
করোনা পরিস্থিতির উন্নতি হলে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। যদিও প্রথম এক মাস শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিতি বন্ধ ছিল। তবে ২২ ফেব্রুয়ারি থেকে দেশের শিক্ষাঙ্গনগুলোতে যথারীতি স্বাভাবিক কার্যক্রম চলে।