ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে মুগুর পা রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন
Published : Sunday, 19 June, 2022 at 12:00 AM, Update: 19.06.2022 1:25:20 AM
ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে মুগুর পা রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকুমিল্লার বারপাড়া এলাকায় অবস্থিত ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্লাব ফুট/ মুগুর পা রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিনামূল্যে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডা: শাহেনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা: কাজী আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক, কুমিল্লা বি.এম. এ ও স্বাচিপ সভাপতি ডা: আব্দুল বাকী আনিছ, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম সরকার, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোঃ নাজমুস সাদাত, অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ কাজী শাহাদাৎ হোসেন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ নিলুফা পারভীন, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাহবুব মুর্শেদ, শিশু সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মাজহারুল আলম সহ অন্যান্য বিভাগের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসক বৃন্দ। এখন থেকে প্রতি রবিবার সকাল ৯:০০-১২:০০ টা পর্যন্ত অর্থোপেডিক সার্জারী বহিঃবিভাগে বিনামূল্যে ক্লাব ফুট/ মুগুর পা রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।