ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে গাঁজাসহ বহিরাগত তরুণ-তরুণী আটক
সাঈদ হাসান
Published : Sunday, 19 June, 2022 at 8:38 PM
কুবিতে গাঁজাসহ বহিরাগত তরুণ-তরুণী আটককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক সেবনরত অবস্থায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ  ৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খাদিজা আক্তার নিশাত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে এখনও পরিচয় শনাক্ত করা যায়নি , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আনাস আহমেদ , কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আমিনুল হাসান খান এবং রাসেল খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে গাঁজা সেবনরত অবস্থায় সন্দেহজনক মনে হলে শিক্ষার্থীরা তাদেরকে আটক করে প্রক্টোরিয়াল টিমকে খবর দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে এসে তাদেরকে  অনুসন্ধান করা হলে গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জমাদি পাওয়া যায়।