ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
Published : Monday, 20 June, 2022 at 12:00 AM, Update: 20.06.2022 1:43:53 AM
 কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মজুত করা ১৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (১৯ জুন) আদর্শ সদর উপজেলার কালিরবাজার ও কাবিলা এলাকায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে বেশি দামে বিক্রি ও মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকান থেকে ১৫০ লিটার তেল উদ্ধার করে উপস্থিত জনসাধারণের মাঝে নির্ধারিত দামে বিক্রি করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে, বেকারিতে পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না লেখার অভিযোগে কাবিলা এলাকার আল্লাহর দান নামে একটি বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম এ কাজে সরিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।