চান্দিনার পরচঙ্গায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় প্রফেসর ডা.মহিউদ্দিন আহম্মেদ কমিউনিটি ক্লিনিক নির্মানের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২১ জুন) মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে নবনির্মিতব্য ক্লিনিক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা.প্রাণ গোপাল দত্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এ ক্লিনিক চালু হলে দেশের অন্যান্য অঞ্চলের মতো চান্দিনা উপজেলায়ও স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করতে হলে স্থানীয় জনসাধারনের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে সাপ্পোরো ডেন্টাল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা.মহিউদ্দিন আহম্মেদ মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.মেজবাউল হক,চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আরিফুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, চান্দিনা উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান।
মহিচাইল ইউনিয়ন পরিষদর সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী প্রজন্ম লীগের আহ্বায়ক মনির খন্দকার,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন,মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সরকার,ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো.এরশাদ মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আনিসুর রহমান মোল্লা প্রমুখ।