ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে চান্দিনা উপজেলা ছাত্রলীগ
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ জুন) সকালে তারা সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিয়েছেন। ত্রাণ সামগ্রীতে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, ওরসেলাইন, গুড় ইত্যাদি প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি’র নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সফিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজীব, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভীর, পৌর যুবলীগের সহ-সভাপতি মোস্তফিজুর রহমান, যুগ্ম সাধারণ মামুন প্রমুখ অংশগ্রহণ করেন।