Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:54:26 AM
২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষ্যে কুমিল্লা ধর্মসাগর পাড় ইয়োগা সোসাইটি এবং প্রাচীনা ইয়োগার যৌথ প্রচেষ্টায় একটি পূর্ব ঘোষিত কর্মসূচি পালিত হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সমাজের সকল স্তরের ব্যাপক মানুষ ভোর ছয়টায় এসে এতে যোগ দেয়। দূর দূরান্ত থেকেও উৎসাহী অনেকে এই কর্মশালায় এসে অংশ নিয়েছেন। প্রাচীনা ইয়োগার প্রতিষ্ঠাতা এবং মাটি বাঁচাও আন্দোলনের (সেভ সয়েল) বাংলাদেশ সমন্বয়কারী রুমা চৌধুরী একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সহায়তায় অত্যন্ত সফলভাবে প্রায় দুই ঘন্টার এই কর্মসূচি পরিচালনা করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা সবাই একদিকে যেমন মৌলিক ইয়োগা সম্পর্কে দীক্ষা নিয়েছেন ঠিক তেমনি মাটি বাঁচাও (সেভ সয়েল) ক্যাম্পেনে অংশ নিয়েছেন।
সমাবেশে রুমা চৌধুরী বলেন—ইয়োগা আমাদের শরীর মন সুস্থ্য রাখবার সর্বজনীন প্রাচীন প্রযুক্তি। আন্তর্জাতিক ইয়োগা দিবসে এই বিষয়ে আপনাদের কিছুটা হলেও প্রশিক্ষিত করতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন—ইয়োগা আমাদের সুস্থতার ভিত্তি আর মাটি হচ্ছে আমাদের বাঁচবার ভিত্তি। আমরা আমাদের অসচেতনতা দিয়ে এবং ক্ষতিকর সার প্রয়োগ করে মাটিকে নষ্ট করে ফেলেছি। মাটি না বাঁচলে মানুষ এবং সভ্যতা বাঁচবে না। এই মাটিকে পুনরুদ্ধার করতে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং সামাজিক চাপ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানের পক্ষ থেকে সবার দৈনন্দিন জীবনে ইয়োগাকে যুক্ত করা এবং মাটি বাঁচানোর জন্যে যার যার সামাজিক অবস্থান থেকে ভূমিকা রাখবার জন্যে উদাত্ত আহবান জানানো হয়।