ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ময়নাল, সাংগঠনিক শাহ আলম
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:54:36 AM


ব্রাহ্মণপাড়ায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতইসমাইল নয়ন।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় পার্টি'র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম মালু'র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পার্টির শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওবায়দুল কবির মোহন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হুমায়ন কবির মুন্সী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, কৃষক পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট এমএ কুদ্দুস মানিক, যুগ্ম আহবায়ক গোলাম বাইজিদ ও মাহবুব আলম সেলিম, সদস্য সচিব কাজী মোঃ নাজমুল। সম্মেলনে মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি, ময়নাল হোসেন খানকে সাধারন সম্পাদক ও শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির নের্তৃবৃন্দ ও উপজেলা পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলন সফল ও সার্থক করেন।