Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:54:44 AM
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন চট্টগ্রাম বিভাগের আওতায় ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনারকার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (ঝঃধশবযড়ষফবৎং) অংশগ্রহণে চট্টগ্রাম বিভাগের ৪র্থ কোয়াটারের সভা ২১ শে জুন,২০২২ তারিখে দুপুর ১২.০০ ঘটিকায় জুম প্লাটফর্মে (ঠরৎঃঁধষষু) অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ এনামুল হক,পিইঞ্জ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলীগণ,ঠিকাদার,সাংবাদিক এবং জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলীর নেতৃত্বে নির্বাহী প্রকৌশলীর সভাকক্ষে অত্র দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কুমিল্লা জেলার সম্মানিত ঠিকাদারবৃন্দ, সাংবাদিকগণ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন এবং উপজেলা প্রকৌশলীগণ তড়ড়স ধঢ়ঢ় এর মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লা ঠিকাদার সমিতির সভাপতি জনাব সিরাজুল ইসলাম,পাইওনিয়ার কনস্ট্রাকসন;জনাব মেজবাহ উদ্দিন ভুঁইয়া,মেসার্স ভুঁইয়া এন্টারপ্রাইজ এবং জনাব মোঃ রিয়াজ উদ্দিন মুন্না।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব জাহিদ হাসান,দৈনিক মানবজমিন, দৈনিক শিরোনাম, ঘবি হধঃরড়হ;জনাব মোঃ আনোয়ার হোসেন, দৈনিক ভোরের কাগজ ও এশিয়ান টিভি; জনাব আবুল খায়ের পাটোয়ারী, দৈনিক রুপসী বাংলা, দৈনিক সমকাল;জনাব মোঃ জহিরুল হক রাসেল, দৈনিক আমার সংবাদ,অংরধহ অমব এবং জনাব মোঃ মারুফ আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ।