ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জমজ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু
সরকারি হাসপাতালে চিকিৎসা ফ্রি--
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:55:10 AM

কুমিল্লায় জমজ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতুনিজস্ব প্রতিবেদক: এবার কুমিল্লায় দুই জমজ শিশুর নাম রাখা হয়েছে ‘পদ্মা’ ও ‘সেতু’। মঙ্গলবার জেলার বরুড়া উপজেলার শশইয়া গ্রামের সোহাগ ও ঝুমুর দম্পতির ঘরে এ দুই শিশুর জন্ম হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে এ দুই কন্যাশিশুর জন্ম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। তিনি বলেন, পদ্মা ও সেতুর চিকিৎসা ফ্রি করা হয়েছে। তারা আজীবন দেশের যেকোনও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থেকে কোনও ফি ছাড়াই সেবা নিতে পারবে। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
ডা. সোহেল বলেন, নরমাল ডেলিভারিতে নারীদের আগ্রহী করতে অনেক আগ থেকেই কাজ করছি। এই দুই নবজাতকও নরমালে হয়েছে। নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের জন্মের পরই নাম রাখা হয় পদ্মা ও সেতু। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়েছে।
সন্তানের নাম রাখা প্রসঙ্গে জানতে চাইলে মা ঝুমুর আক্তার সাংবাদিকদের বলেন, কয়েকদিন পরেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হবে। আমার ইচ্ছা অনুযায়ী বড় মেয়ের নাম পদ্মা ও ছোট মেয়ের নাম সেতু রাখা হয়েছে।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণ করিয়ে রাখতেই মূলত আমি তাদের এমন নাম রেখেছি। সৌদি আরবে ভিডিও কলে আমার স্বামীর সাথে কথা হয়েছে। দুই কন্যার নাম পদ্মা ও সেতু রাখায় তিনিও অনেক খুশি হয়েছেন।