Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:55:50 AM
তানভীর দিপু:
বাংলাদেশে
ক্লাব ফুটবলের আজীবনের দুই প্রতিদ্বন্দী ঢাকা আবাহনী এবং মোহামেডান
স্পোর্টিং ক্লাব আগামীকাল মুখোমুখি হবে কুমিল্লায়। বিকাল সাড়ে ৩ টায় শহীদ
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে বিপিএল এর ম্যাচটি। মোহামেডানের হোম
ভ্যেনু কুমিল্লায় হতে যাওয়া ‘ঢাকা ডার্বি’ খ্যাত ম্যাচটিতে ছাড় দিতে নারাজ
দুই দলই। পরিসংখ্যানে দেখা গেছে, বিপিএল ফুটবলের এবারের আসরে ঢাকা আবাহনীর
অবস্থান দ্বিতীয়। আর মোহামেডানের অবস্থান ষষ্ঠ। দেশীয় ফুটবলের ঐতিহ্যে চির
প্রতিদ্বন্দী দল দুইটি শিরোপার দৌড়ে ব্যবধান বিশাল হলেও আগামী ম্যাচে কেউ
কাউকে এক ফোটাও ছাড় দিতে নারাজ। বরং এই ম্যাচে ভালো জয় পেলে চ্যাম্পিয়ন
পয়েন্টের কাছাকাছি পৌঁছাবে আবাহনী। আর মোহামেডান জয়ী হলে চলে যেতে পারে
সেরা চার দলের তালিকায়। ম্যাচের আগে মঙ্গলবার কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে
অনুশীলন করে আবাহনী ও মোহামেডানের ফুটবলাররা। এসময় দুই দলই খেলোয়াড়েরাই
জানান, ম্যাচটিকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। জয়ের জন্যই খেলতে হবে।
মোহামেডানের
বিদেশী কোচ না থাকায় দলের ভার নিয়েছেন এক সময়ের কিংবদন্তি ফুটবলার শফিকুল
ইসলাম মানিক। তিনি জানান, আবাহনীর সাথে মোহামেডানের ম্যাচ মানেই
চ্যালেঞ্জিং। পরিশ্রমের সাথে ভাগ্যটাও খেলতে হবে।
আর আবাহনীর লিমিটেড এর কোচ মারিও লামোস বললেন, ম্যাচ নিয়ে কিছুটা চাপ থাকলেও ঐতিহ্যের ডার্বি আবাহনীই জিতবে।
কুমিল্লা
জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার জানান, দীর্ঘদিন
বিরতির পর কুমিল্লার মাঠে আবারো গড়াতে যাচ্ছে ফুটবল। আবাহনী-মোহামেডানের
লড়াই দিয়ে কুমিল্লাবাসী দেখতে যাচ্ছে দেশসেরা দ্বৈরথ। বিপিএল ম্যাচে
কুমিল্লায় টিকিটের দাম মাত্র ৩০ টাকা। আশা করছি গত ম্যাচের তুলনায় এই
ম্যাচে দর্শক আরো বৃদ্ধি পাবে।