কুমিল্লায় বন্যপ্রাণী অপরাধ তদন্ত ও অভিযান
Published : Wednesday, 29 June, 2022 at 12:00 AM
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা ও কুমিল্লা সামাজিক বন বিভাগের সহযোগীতায় হাঁড়িসরদার বাজার এর সাথে কে আর ফিলিং স্টেশনের পাশের শাকিব পাখির দোকান এবং মুন্সিরহাট বাজার থেকে টিয়া-২৮টি শালিক- ৫৩টি, হরিয়াল-২টি, ঘুঘু-১টি, মুনিয়া-৪টি, বসন্ত বাউরি-১টি ও ময়না-২টি সহ মোট= ৯১টি দেশী বন্যপ্রাণী ও একজন আসামীকে আটক করা হয়। চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট তমালিকা পাল আসামি আবদুল রাজ্জাকে ভ্রামমান আদালতের মাধ্যমে ১০০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করেন। যে সকল পাখি উড়তে পারে তাদের প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বিরচন্দ্র নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যপ্রাণী বিষয়ক একটি সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক ঔধযরৎ অশড়হ স্যার।