Published : Sunday, 3 July, 2022 at 12:00 AM, Update: 03.07.2022 1:30:46 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
সভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে স্বাধীনতা চত্তরে এ প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁরা। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের
মরিচাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নু মিয়ার পরিচালনায় সমাবেশে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের প্রধান আসামি আশরাফুল আহসান জিতুর সর্বোচ্চ মৃত্যুদন্ডের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশব্যাপী শিক্ষক নির্যাতন বেড়েই চলছে, সরকারের উচিত শিক্ষকদের পাশে দাঁড়ানো। যারা মানুষ গড়ার কারিগর তাঁরাই আজ নিরাপত্তাহীনতায় ভোগছে। এ থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। এভাবে আর চলতে দেয়া যায় না, শিক্ষরা চাইলে পুরো শিক্ষা ব্যবস্থাকে মুহুর্তেই ধ্বংস করে দিতে, সেদিকে আমাদের নিতে বাধ্য করবেন না। কুলাঙ্গার জিতুর বিচার তরিৎগতিতে করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করছি।
মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেন বলেন, আমরা সভ্যতার একটি চরম অন্ধকার পর্যায়ে বসবাস করছি। যেখানে একজন ছাত্রের হাতে শিক্ষক খুন হওয়ার চিত্র দেখতে হয়েছে। এ ঘটনাকে শুধু সাধারণ একটি অপরাধ হিসেবে বিবেচনা করলে চলবে না। সভ্যতাকে টেনে হিচড়ে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে দেখতে হবে। শুধু দোষীকে শাস্তি দিলেই বিষয়টির সমধান হবে না, বরং আমাদের সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে।
প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? শিক্ষকরা হলেন ছাত্রদের মাথার তাজ স্বরূপ। কিন্তু একজন ছাত্রের হাতে যখন একজন শিক্ষক খুন হন, তখন বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি আজকের প্রতিবাদ সভা থেকে উৎপল হত্যার বিচারের দাবি জানাই। পাশাপাশি দেশ থেকে কিশোর গ্যাংয়ের মূলগোড়া উপড়ে ফেলতে হবে।
প্রধান শিক্ষক মো. মিজবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেন, আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর, রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বিকাশ দত্ত সহ উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকরা উপস্থিত হোন।