ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু, হাসপাতালে ছাত্রী
Published : Tuesday, 5 July, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আরমান মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের প্রাণ গেছে। এ সময় এক ছাত্রী (১৪) আহত হয়। সোমবার (৪ জুলাই) উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের হেলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরমান মিয়া ও অষ্টম শ্রেণির এক ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী দক্ষিণ বাজারের একটি ভবনে ইংরেজি বিভাগের শিক্ষক রাশেদুল ইসলামের কাছে  প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে তারা ওই ভবনের ছাদের ওপরে উঠলে আরমান এবং ওই ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় আরমান ভবনের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই ছাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রাশেদুল ইসলামের মোবাইলফোনে যোগাযোগ করেও এ ঘটনায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।   
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।