বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমছে নদীর পানি
Published : Tuesday, 5 July, 2022 at 12:00 AM
কমছে দেশের প্রায় সব নদীর পানি। উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতিরও। সোমবার (৪ জুলাই) দেশের ৩ জেলার ৩ নদীর ৪ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে রয়েছে। রবিবার ৪ নদীর ৫ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে ছিল। আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সুরম নদীর কানাইঘাট পয়েন্টের পানি ৪৭ থেকে কমে ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু কুশিয়ারা নদীর দুই পয়েন্টের পানি কিছুটা বেড়েছে। এই নদীর অমলশীদ পয়েন্টের পানি ৪৯ থেকে বেড়ে আজ ৮০ এবং শেওলা পয়েন্টের পানি ৮ থেকে বেড়ে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টের পানি আজ বিপৎসীমার নিচে নেমেছে। সোমেশ্বরীর নদীর কলমাকান্দা পয়েন্টের পানি বিপৎসীমার ১৭ থেকে কমে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
আগামী ২৪ ঘণ্টার পুর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট ও বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়,গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের জকিগঞ্জে ৮১ মিলিমিটার। এছাড়া গোপালগঞ্জে ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ভারতের আসামের শিলচরে ৫৩ এবং মিজোরামের আইজলে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি কমছে, অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল আছে— যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।