Published : Tuesday, 5 July, 2022 at 12:00 AM, Update: 05.07.2022 1:42:28 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ১০০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে
র্যাব। ৩ জুলাই রাতে জেলার কোতয়ালী মডেল থানার চাঁনপুর (মধ্যপাড়া)
এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,০০০ বোতল ফেন্সিডিলসহ ০৩জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে- কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানার চাঁন্দপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ ফুল মিয়া’র
ছেলে মোঃ নুর হোসেন পাপ্পু(২৭); একই গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ
আল আমিন শুভ(২৪) এবং মোঃ আমিনুর ইসলাম এর ছেলে ৩। মোঃ মুঈব বিন ইসলাম(২৫)।
অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
র্যাব-১১,
সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক
অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি’র
ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে।