ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটি কর্পোরেশন
মেয়র কাউন্সিলরদের শপথ আজ   
Published : Tuesday, 5 July, 2022 at 12:00 AM, Update: 05.07.2022 1:48:32 AM
 মেয়র কাউন্সিলরদের শপথ আজ   তানভীর দিপু:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন আজ। রাজাধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০ টায়। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়র আরফানুল হক রিফাতকে শপথ পাঠ করাবেন। পরে বেলা পৌনে ১২টার দিকে কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। এদিনে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ২৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর শপথ গ্রহণ করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগর আয়োজনে অনুষ্ঠান সূচিতে রয়েছে- ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০ টায় নব নির্বাচিত  মেয়র, মেয়র ও কাউন্সিলর এবং অতিথিবৃন্দের আসন গ্রহন। সকাল সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন (ভার্চুয়ালি সংযুক্তি), একই সময়ে স্থানীয়র সরকার বিভাগের সচিক কর্তৃক অনুষ্ঠান শুরু। ১১ টা ৩৫ মিনিটে নব নির্বাচিত মেয়রের শপথ গ্রহন এবং ১১ টা ৪০ মিনিটে নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন। ১১ টা ৪৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ।
চিঠিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি গণভবন প্রান্তে ভার্চুয়ালি সংযুক্ত থেকে নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি সাধারন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদেও শপথ বাক্য পাঠ করাবেন।     
এদিকে গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।  
এরআগে গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি। ১০৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।
ইসির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫০,৩১০, নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি পেয়েছে  ৪৯, ৯৬৭, ঘোড়া ২৯,০৯৯, হাতপাখা ৩,০৪০, হরিণ ২,৩২৯ ভোট।