ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় এক মাসে মাদকসহ গ্রেপ্তার ১৭৫
Published : Wednesday, 6 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।  ব্রাহ্মণপাড়া  উপজেলায়  গত জুন মাসে থানা পুলিশ, বিজিবি, হাইওয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় ২২ টি অভিযান পরিচালনা করে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসব অভিযানে ৩৫ লক্ষ ৪০ হাজার ৫শ টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া থানা পুলিশ, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ আরও ১৪২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন মাসের বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ ১৪টি অভিযান পরিচালনা করে ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এসব অভিযানে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২২০টি ইয়াবা ট্যাবলেট ও চার লিটার ফেন্সিডিল সিরাপ জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৫ লক্ষ ৪৫ হাজার ৫শ টাকা। এছাড়াও থানা পুলিশ, জুন মাসে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৩ জন, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ১২২ জন ও অন্যান্য নিয়মিত মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। অপর দিকে বিজিবি সদস্যরা জুন মাসে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত ৫ জন মাদক কারবারিকে ৪০ কেজি গাঁজা, ১০ বোতল স্ক্যাফ সিরাপ ও ১০ বোতল ফেন্সিডিলসহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য এক লক্ষ ৪৮ হাজার টাকা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৩টি অভিযান পরিচালনা করে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। মামলায় অভিযুক্ত ৫ জন মাদক ব্যবসায়ীকে  ৫শ গ্রাম গাঁজা ও ১৫শ ৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য সাত লক্ষ ৬২ হাজার ৫শ টাকা। মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সদস্যরা ১টি অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে আটক করেন। ওই মামলায় অভিযুক্ত তিনজন মাদক কারবারিকে পাঁচ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ থানা পুলিশের কাছে সুপর্দ করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৮৪ হাজার টাকা। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, মাদকদ্রব্য নির্মূলে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে এবং তা আরও কঠোর ভাবে পরিচালনা করা হবে।