ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে গাঁজাসহ আটক ৩
Published : Wednesday, 6 July, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তি উপজেলার কুমিল্লা-সালদা সড়কের দক্ষিণ গ্রাম বাজার থেকে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। অপর দিকে উপজেলার লড়িবাগ তিন মাথার মোড় এলাকায়  লড়িবাগ - পাচোওরা  সড়কে পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। উভয় ঘটনায় বুড়িচং থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান মঙ্গলবার দুপুরে বুড়িচং থানার এস আই মোঃ আজিজুর রহমান, এ এস আই নুর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তি উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম বাজারে অবস্থান নেন। এসময় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে এক জন লোক পায়ে হেঁটে কুমিল্লা-সালদা সড়কের দক্ষিণ গ্রাম বাজার এসে কুমিল্লা গামী সিএনজির জন্য অপেক্ষা করে। পুলিশ তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে আসে। আটকরা হল চাঁদপুরের কচুয়া উপজেলার মাস্টি গাছা উত্তর পাড়া শহীদ ড্রাইভারের বাড়ির শহীদ হোসেনের ছেলে মুরাদ হোসেন  (২৬)। অপর অভিযানটি গত ৩ জুলাই একই ইউনিয়ন এর বারেশ্বর - পাচোওরা সড়কের লড়িবাগ তিনরাস্তার মোড়ে বুড়িচং থানার এস আই মোঃ নয়ন হোসেন, এএসআই নুর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে চালায়। উল্লেখিত  স্থানে পুলিশ সন্দেহক দুই জনের ব্যাগ তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদের কে থানায় নিয়ে আসে।  আসামিরা হল গোলাম রব্বানী ও গোলাম রাব্বী। আসামদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।