ক্রিকেটের
সবচেয়ে অভিজাত ফরম্যাটে বাংলাদেশ নিতান্তই দুর্বল। টেস্ট মর্যাদা পাওয়ার
২২ বছরেও এদেশে টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা,
শ্রীলঙ্কা এবং উইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরেছে টাইগাররা। সাদা পোশাকে
দলের এই পারফর্মেন্স ভাবিয়ে তুলেছে বিসিবিকে।
টেস্টে ভালো ফল করতে বিসিবি এখন বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর কথা ভাবছে।
আজ
বৃহস্পতিবার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস
সাংবাদিকদের বলেন, 'টেস্টে আমরা সেভাবে পারফর্ম করছি না। দক্ষিণ আফ্রিকায়
ভালো করতে পারিনি, ওয়েস্ট ইন্ডিজেও পারিনি। এটা নিয়ে আমরা অনেক চিন্তিত।
সভাপতি সাহেব ওয়ার্কিং গ্রুপ করেছেন। সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে। ক্রিকেট
অপারেশন্স, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স, এইজ গ্রুপ কমিটির
চেয়ারম্যান, মিলে আমরা মিটিংয়ে বসব। হয়তো ঈদের পরপরই। '
বাংলাদেশের
ক্রিকেটাররা এখন প্রতি টেস্টে ম্যাচ ফি পান ৬ লাখ টাকা। সেই ফি আরও বাড়ানোর
কথা ভাবা হচ্ছে বলে জানালেন জালাল ইউনুস, 'ম্যাচ ফি হয়তো বেড়ে যাবে। আরও
কী কী করতে পারি, সেই চিন্তাভাবনা চলছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে
হবে। টেস্টে কীভাবে আরও ভালো করা যায়, টেস্ট খেলোয়াড়দের জন্য কী কী সুবিধা
বা ব্যবস্থা নেওয়া যায়, এদিকে আরও বেশি নজর দিতে চাই, যাতে টেস্টে আগ্রহ
আরও বাড়ে। একটা টেস্ট দলে যারা খেলবে তাদের যেন পূর্ণ মনোযোগ এখানে থাকে।
অনেকে সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি খেলতে চায়। যারা টেস্টে বেশি আগ্রহী,
নিবেদিত, এদের জন্য কী করা যায় এগুলো নিয়ে বসতে চাচ্ছি। এটার জন্যই
ওয়ার্কিং গ্রুপের কথা বলেছেন। '