‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিরাট বোঝা’
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM
রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তাদের ফেরত পাঠানোর বিষয়ে সবাই সক্রিয় হবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন এবং বঙ্গবন্ধু উৎকর্ষ কূটনীতিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হোন।
তিনি বলেন, এটি এখন আমাদের জন্য একটি বিরাট বোঝা। বাংলাদেশের যে সমস্যা সেটি আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি এবং করছি।
বর্তমানে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে হবে জানিয়ে তিনি বলেন, এখন আমরা গ্লোবাল ভিলেজে বাস করি।
বাংলাদেশ স্থল সীমানা শান্তিপূর্ণভাবে সমাধান করেছে যা পৃথিবীর মধ্যে একটি বিরল দৃষ্টান্ত বলে তিনি জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা স্থল সীমান্ত চুক্তি করি এবং শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করি যা একটি বিরল দৃষ্টান্ত কারণ অনেক দেশে ছিটমহল বিনিময়ের সময়ে যুদ্ধ পর্যন্ত হয়।
সমুদ্র সীমানা নির্ধারণের জন্যও উদ্যোগ নেয় সরকার এবং সেটিও শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে বলে তিনি জানান।