ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান ৩ মাদকসেবীর কারাদণ্ড
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং ১ মাদক ব্যবসায়ীকে আটক করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৬ জুলাই, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, শশীদল  ইউনিয়নের আশাবাড়ি ও সেনের বাজার, সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এবং মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে শশীদল ইউনিয়নের আশাবাড়ি থেকে তাওসিফ আহমেদ (২৭) এবং  সেনের বাজার থেকে হাসিবুল কবিরকে (২৩) নেশাগ্রস্ত অবস্থায় পাওয়ায়। তাওসিফ আহমেদ ও হাসিবুল কবিরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা ২পিস ইয়াবাসহ মোঃ মামুন হোসেনকে (২৩)  আটক করা হয়। এসময় মোঃ মামুন হোসেনকে ইয়াবা সেবনের উদ্যোগ নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এছাড়া মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মনিরকে (৩৮) ১০৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক মনিরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।