হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তৎপরতায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখি মানুষ
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ব্যাপক তৎপরতার ফলে এ বছর মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত কোন যানজট নেই। যার ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়া পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখি মানুষ বাড়ি ফিরতে পারছেন যথাসময়ে। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অবিরাম ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশের সদস্যরা।
গত সোমবার ও আজ মঙ্গলবার মহাসড়কে কুমিল্লার অংশে কোনো যানজটের ভোগান্তি নেই ঘরমুখি মানুষের। ইতিমধ্যে হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কের উপর বসা অবৈধ দোকান-পাট, ফুটপাত উচ্ছেদ করে যান চলাছল স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। মহাসড়কে চলাচলকৃত কোনো যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোন প্রকার চাঁদা আদায় করতে না পারে সেজন্য পেট্রোলটিম ও গোয়েন্দা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। যার ফলে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের কোন প্রকার ভোগান্তি নেই বললেই চলে। দেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্তমানে প্রায় তিনগুন গাড়ির চাপ থাকলেও হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতার ফলে যানবাহন চলাছল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে মলম পার্টি, চুরি ছিনতাই প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। পথচারিদের সড়ক পারাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে লিফলেটও বিতরণ করা হয়েছে। যার সুফল মিলেছে এবারের ঈদযাত্রায় ঘরমুখি মানুষের। ঢাকা-কুমিল্লা রুটে চলাছলকারী তিশা প্লাসের চালক মাসুদ মিয়া জানান, মহাসড়কের কোন যানজট নেই। কুমিল্লা-চট্টগ্রাম রুটে চলাছলকারী তিশা প্লাসের চালক মনির হোসেন জানান, মহাসড়কের কোন অংশে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন। এতে করে যাত্রীরা স্বল্প সময়েই বাড়ি ফিরতে পারছেন। তিশা প্লাসের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোন অংশেই যানজট নেই। তাদের বাস যথারীতি-যথাসময়ে ছেড়ে যাচ্ছে যাচ্ছে ও আসছে। এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা হয়নি মহাসড়কের কোনো অংশে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে চাঁদাবাজী বন্ধ ও সড়কে যান চলাছল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সুপারের নেতৃত্বে একটি স্পেশাল পেট্রোল টিম ছাড়াও ৫৬টি সাধারণ পেট্রোলটিম, ৩০টি কুইক রেসপন্স টিম ও ২টি গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। কোন গাড়ী সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ি সরাতে ১১টি রেকার সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৭টি কন্টোলরোম সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। ঘরমুখি মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অর্ন্তরভূক্ত ২১টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণসহ সকল সদস্যগণ অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি হাইওয়ে পুলিশের নানা পদক্ষেপ গ্রহণের ফলে এবারের ঈদে ঘরমুখি মানুষেরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।