ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার রাতে  দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহারে নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ দুইটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃতরা হলো-  ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কুলচর (ভাঙাবাড়ি ব্রিজ) গ্রামের মো. আবদুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রকি (৩০) ও  রংপুর জেলার পীরগাছ উপজেলার কান্দিকাবিলাপাড়া গ্রামের মো. বাকি মিয়ার ছেলে মো. আরেফিন মিয়া ওরফে আরিফ (২৩)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলপুর গ্রামের আনসার ক্যাম্পের সামনে ঢাকাগামী রাস্তায় চেক পোষ্টে পৃথক দুটি অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  রফিকুল ইসলাম ও আরিফুলকে আটক করা হয়। পরে তল্লাশি করে কসটেপ প্যাচানো ৬টি প্যাকেটে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, কুমিল্লা পুলিশ সুপারের অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।