ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা ঈদ উপলক্ষে দূরপাল্লার যান চলাচল করলেও এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর বাসস্ট্যান্ড এবং ইলিয়টগঞ্জ এলাকা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা সরজমিন ঘুরে দেখা যায়, স্বাভাবিক ভাবে যান চলাচল করছে। কোথাও কোন যানজট নেই।
হাইওয়ে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে যানজট নিরসনে এই মহাসড়কের কুমিল্লা অংশে বেশ কয়েকটি পয়েন্টে ডিভাইডার বন্ধ করে ইউ টার্নিং দেওয়া হয়েছে। এতে যানবাহনগুলো যত্রতত্র সড়ক পারাপার হতে পারছে না। এতে সড়কে শৃঙ্খলা তৈরি হয়েছে। আর যানজটের সম্ভাবনা অনেকাংশে কমে এসেছে।
ঢাকা থেকে কুমিল্লা গামী তিশা বাসের যাত্রী আব্দুল্লাহ জানান, যাত্রাবাড়ী থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি কুমিল্লা অংশে কোন যানজট পাননি। সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা রয়েছে।
ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার বাস স্টার লাইনের চালক মোঃ খোকন জানান, রাস্তায় কোন প্রকারের যানজট নেই। যাত্রীর চাপ ও কম। তাই সঠিক সময়ে যাত্রীদের গন্তব্যস্থানে পৌঁছাতে কোন প্রকারের ভোগান্তির শিকার হতে হচ্ছে না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল হক বলেন, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও যানজট নেই। আশা করছি, ঈদের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কোনও যানজটের সমস্যা হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মহাসড়কে হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছেন।
মহাসড়কের দাউদকান্দি অংশে খানাখন্দ মেরামত :
ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বিভিন্ন অংশে খানাখন্দ মেরামত করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মহাসড়কের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বৃষ্টির পানি জমে পাথর, ইটের পিচ ঢালাই উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের।
বৃহস্পতিবার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উক্ত স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দ মেরামতের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও দাউদকান্দির বিভিন্ন অংশে মেরামতের কাজ করতে দেখা যায়।
জানা যায়, ব্যস্ততম এই মহাসড়কে খানাখন্দের কারণে প্রতিনিয়তই গৌরীপুর ফুটওভার ব্রিজের এই অংশে পথচারী এবং যানবাহনযোগে যাতায়াতকারী যাত্রীগণ চরম ভোগান্তিতে পড়তেন। প্রতিনিয়ত লেগেই থাকতো যানজট।
কুমিল্লা থেকে ছেড়ে আসা তিশা বাস চালক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, মহাসড়কের এই অংশে পিচ ঢালাই উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি আটকে থাকতো। এতে করে গাড়ির স্বাভাবিক গতি এই অংশে থেমে যেত । এতে করে সৃষ্টি হতো যানজটের। ঈদকে সামনে রেখে সড়কের খানাখন্দ এই অংশটি মেরামতের কাজ করায় খুবই খুশি।
কুমিল্লা থেকে ছেড়ে আসা স্টার লাইন বাস চালক মোঃ তাফাজ্জল মিয়া বলেন,ব্যস্ততম মহাসড়কের এই অংশটি মেরামত করায় আমরা খুশি। সড়কের এই অংশে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না।
পথচারী মোঃ ইব্রাহিম রাসেল, মোঃ রাসেল মোল্লা, মোঃ আখের, মোঃ সুমন জানান, গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা ফুটওভার ব্রিজের নিচের অংশে খানাখন্দ ও বড় বড় গর্তে সৃষ্টি হওয়া রাস্তা পারাপারে মারাত্মক বিঘ্ন ঘটতো। সড়ক মেরামত করায় এখন আর আমাদের ভোগান্তির শিকার হতে হবে না।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, ঈদকে সামনে রেখে ব্যস্ততম মহাসড়কের খানাখন্দ মেরামতের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টরা অবশ্যই প্রশংসার দাবি রাখেন।
সড়ক ও জনপথ বিভাগ ( সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ঈদকে সামনে রেখে মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন, যাত্রী ও পথচারীদের কোন প্রকারের যাতে দুর্ভোগের শিকার হতে না হয় সেদিক বিবেচনা করে সড়কের ওই খানাখন্দ অংশ সহ কয়েকটি স্থানের মেরামতের কাজ করা হচ্ছে। মেরামতের কারনে সড়কে চলাচলকারী যাত্রীদের যেনো বিঘ্ন না ঘটে সেদিকেও আমাদের নজরদারি রয়েছে।