Published : Friday, 8 July, 2022 at 12:00 AM, Update: 08.07.2022 12:43:29 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ২৪ ঘন্টায় আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯.৩ শতাংশ। আক্রান্ত ৩৭ জনের মধ্যে ২৮ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তবে গত ২৪ ঘন্টায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭৭৭ জন; প্রাণ হারিয়েছেন ৯৮১ জন।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আক্রান্ত ৩৭ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৮ জন, লাকসাম উপজেলায় ২জন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, দেবীদ্বার উপজেলায় ২ জন, মুরাদনগর উপজেলায় ১ জ নং এবং মেঘনা উপজেলায় ২জন আক্রান্ত হন।
সম্প্রতি সারাদেশের মতো কুমিল্লায়ও করোনার সংক্রমণ বাড়তে থাকায় সবাইকেল মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।