ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ১৩টি ভূমিহীন পরিবার
রণবীর ঘোষ কিংকর।
Published : Tuesday, 19 July, 2022 at 8:56 PM
চান্দিনায় মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ১৩টি ভূমিহীন পরিবারকুমিল্লার চান্দিনায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে জমি ও ঘর পাচ্ছে আরও ১৩টি ভূমিহীন পরিবার। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং-এ ওই তথ্য প্রদান করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  মো.জিয়াউল হক মীর।

আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে উপজেলার ১৩টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভোরেরকাগজ প্রতিনিধি রিপন আহমেদ ভূইয়া, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, কালেরকন্ঠ প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, সংবাদ প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন, যায়যায়দিন প্রতিনিধি জাকির হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, এশিয়ান টিভি প্রতিনিধি আশিকুর রহমান রাসেল প্রমুখ।