রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের ৩০ নম্বর ওয়ার্ডে রাতের বিভিন্ন সময়ে করোনা ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বগুড়ার আদমদিঘীর ইসলাম (৫৫) করোনা পজিটিভ হয়ে এবং চাঁপাইনবাবগঞ্জের আশরাফ আলী (৭৫) নামে আরেক ব্যক্তি মারা গেছেন। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, আজ রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহীর নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৬ শতাংশ।