কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে তাবাসুম নামে চার বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে এ ঘটনা ঘটে। শিশু তাবাসসুম পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকার জাকির হোসেনের মেয়ে। সে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় তাবাসুম। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।